![নাউটানায় বাঁধ কেটে দেওয়ায় হুমকির মুখে বোরো ধান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/badh_abnews_137127.jpg)
সুনামগঞ্জ, ২৭ এপ্রিল, এবিনিউজ : সুনামগঞ্জের টাক্সগুয়ার হাওরের নাউটানা ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ায় হাওরের এক হাজার হেক্টর জমির বোরো ধান হুমকির মুখে পড়েছে। পানিতে এসব জমির ৫০ শতাংশ ধান তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
গতকাল বৃহস্পতিবার লোকজনের অগোচরে একদল জেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামসংলগ্ন নাউটানা বাঁধটি কেটে দেয়। পানিতে জাল ফেলে মাছ ধরার জন্য তারা এই কাজ করেন বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার পর টাক্সগুয়ার হাওরের এরালিয়াকোনা, গনিয়াকুরি, লামারগুল, টানেরগুল, নান্দিয়া, মাজেরগুল, টুঙ্গামারা, সুনাডুবি, গলগলিয়া, শামসাগর হাওরের ধান হুমকির মুখে পড়েছে।
ফসল রক্ষা বাঁধ কাটার ঘটনায় বৃহ¯পতিবার বিকালে টাংগুয়ার হাওরের কমিউনিটি গার্ডের সদস্য খসরুল আলম বাদী হয়ে তাহিরপুর থানায় আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রামসিংহপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে (২৮) গ্রেফতারও করেছে। টাক্সগুয়ার হাওরের সহব্যবস্থাপনা কমিটি এ বাঁধটি নির্মাণ করে।
এই সহব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ খসরুল আলম বলেন, টাক্সগুয়ার হাওরের নাউটানা বাঁধের পুরনো বাঁধটিতে এবারও মাটি ফেলা হয়েছে। এক শ্রেণির অসৎ জেলে হয়তো মাছ ধরার জন্য বাঁধটি কেটে দিয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া জানান, নাওটানা খালটি গতকাল বৃহস্পতিবার কে বা কারা কেটে দিয়েছে। বাঁধটি কেটে দেওয়ায় টাক্সগুয়ার হাওরের ৫০ ভাগ ফসল পানির নিচে তলিয়ে যাবে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, হাওরের বাঁধটি কেটে দেওয়ায় ফসলের তেমন কোনও ক্ষতি হবে না। কারণ মানুষ ধান কেটে ফেলছে। এছাড়া পুরো হাওরে পানি ঢুকতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে ১৫০০ কৃষকের ১০০০ হেক্টর জমির বোরো ফসল ঝুঁকিতে আছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভুঁইয়া বলেন, বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। এটি টাক্সগুয়ার হাওরের কমিউনিটির সদস্যদের তৈরি করা বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের সব বাঁধ এখনও নিরাপদ রয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, বাঁধ কাটার ঘটনায় খসরুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, টাক্সগুয়ার হাওরের অন্তর্গত ছোট বড়ো ১০টি হাওরে উত্তর শ্রীপুর ইউনিয়নের ২০টি গ্রামের কৃষকদের জমি রয়েছে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি