শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হাটহাজারীতে করাত কলে ভ্রাম্যমান আদালতের অভিযান
”৬০ হাজার টাকা জরিমানা আদায়”

হাটহাজারীতে করাত কলে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাটহাজারীতে করাত কলে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাটহাজারী(চট্টগ্রাম), ২৭ এপ্রিল, এবিনিউজ : হাটহাজারীতে বিভিন্ন স্থানে অবস্থিত করাত কলে বনবিভাগের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। গতকাল বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট আক্তার উননেছা শিউলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম ডিপো অফিস কর্মকর্তা আবরার হোসেন, রেঞ্জার শওকত ইমরান আরফাত, ১১মাইল ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আবদুল হামিদসহ বনবিভাগের বিশেষ টহল দল ও মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন।

এসময় লাইসেন্স ছাড়া করাত কল চালনার অভিযোগে চারিয়া নয়াহাট এলাকার করাত মিলের মালিক শাহা আলমকে ৫ হাজার, বাবুল মেম্বারকে ৫ হাজার, মুসার দোকান এলাকার সেলিমকে ১০ হাজার, মইগগের হাট এলাকার এম কামাল উদ্দিনকে ১০ হাজার, আবদুর সালামকে ৫ হাজার ও ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর পাড় এলাকার রমজান মেম্বারকে ৫ হাজার, জহির উদ্দিনকে ৫ হাজার, মিনিস্টার স’মিলের মালিককে ৫ হাজার, সোনাইরকুল এলাকার মো. মহিউদ্দিনকে ৫ হাজার এবং মো. আনোয়ারকে ৫ হাজার টাকা সহ সর্বমোট নগদ ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করে তা আদায় করা হয়।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা শওকত ইমরান আরাফাত এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/মোঃ আলাউদ্দীন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত