শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাকিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে সেমিতে উঠে যুবারা। থাইল্যান্ডের ব্যাংককে আজ শুক্রবার ‘বি’ পুলে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৩-৩ ড্র করে বাংলাদেশ। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেরা চারে ওঠে গোবিনাথান কৃষ্ণমুর্তির দল।

শুক্রবারই খেলা প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ১২-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা জোরদার করে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হার এড়িয়ে সেরা চার নিশ্চিত করেছে দল।

ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের প্রথম ১০ মিনিটের পর্বে দুই গোল করে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় পর্বে সোহানুর রহমান সবুজের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

তৃতীয় পর্বে পাকিস্তান আরও এক গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত দুই গোল তুলে নেয়। আবেদ উদ্দিনের গোলে ৩-২ হওয়ার পর সবুজের শেষ মুহূর্তের লক্ষ্যভেদে স্কোরলাইন ৩-৩ হয়। শনিবার প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত