![ডোমারে ট্রাকের কারনেই প্রধান সড়কের বেহাল দশা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/water_abnews_24_137148.jpg)
ডোমার (নীলফামারী), ২৭ এপ্রিল, এবিনিউজ : নীলফামারীর ডোমারের প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে।
প্রতিদিন শত শত দশ চাকার ট্রাক পঞ্চগড় থেকে ডোমার হয়ে চলাচল করায় প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে বলে দাবী করেছেন নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুর রহমান।
তিনি জানান দশ চাকার ট্রাক চলাচল করবে ন্যাশনাল হাইওয়ে রাস্তা দিয়ে অথচ প্রতিদিন শত শত দশ চাকার ট্রাক ৪০ থেকে ৬০ টন মাল নিয়ে ডোমার রুট দিয়ে চলাচল করছে। এই রাস্তাটি এভাবে তৈরি করা হয়নি। তাই রাস্তাটি ভেঙ্গে গেছে।
এদিকে ডোমারের প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরায় ভোগান্তি পরতে হচ্ছে ডোমারবাসীকে। বিশেষ করে এমপির মোড় থেকে ফায়ার সার্ভিস ষ্টেশন পর্যন্ত রাস্তাটি ভয়ঙ্কর আকার ধারন করেছে। প্রতিদিনেই এই রাস্তাদিয়ে মৃত্যু ঝুকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। ভারী যানবাহনতো দুরের কথা অটোরিক্সা ও ভ্যান চালাও দায় হয়ে পরেছে।
এই রাস্তাদিয়ে উপজেলা,থানা,পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন অফিস যেতে হয়। ফলে মানুষরা মৃত্যুঝুকি নিয়েই চলাচল করছে রাস্তাটি দিয়ে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রাস্তাটি সংস্কারের দাবীতে একাধিকবার আন্দোলন হলেও কোন কাজে আসেনি।
এদিকে বর্ষার পানিতে রাস্তাটির বেশিরভাগ জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক প্রশ্নের মুখে পরেছে পৌরসভা ও সওজ কৃতপক্ষ। পৌরসভা সওজের রাস্তা বলে দায়সারা ভাবে এড়িয়ে চললেও সওজ কৃতপক্ষ বলছে আমরা বার বার পৌর প্রশাসনকে রাস্তার পাশের ড্রেন সংস্কার বা মেরামতের জন্য বললেও তারা কাজ না করায় বৃষ্টির পানি জমে রাস্তা নষ্ট হয়ে ভেঙ্গে যাচ্ছে। ফলে জলাবদ্ধতায় থাকতে হচ্ছে পৌরবাসীকে।
রাস্তা সংস্কারের দাবী জানিয়ে গত ২৫ এপ্রিল সড়ক অবরোধ ও মানববন্ধন হয় ডোমারে। আন্দোলনের ফলে গত ২৬ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন। প্রায় কোটি টাকা ব্যায়ে সাময়িকভাবে রাস্তাটি মেরামত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ।
তারা জানিয়েছেন আপাতত বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের জন্য এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে। রাস্তাটি সম্পুর্ন মেরামতের জন্য মন্ত্রানালয়ে কাগজ পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে রাস্তাটি সম্পুর্ন মেরামত করা হবে।
এদিকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারও দশ চাকার ট্রাকের বিষয়ে পদক্ষেপ গ্রহনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এনকে