![ইসরাইল সফর: রোমানিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/romanian-president_137152.jpg)
ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লজ আইওহানিস দেশটির প্রধানমন্ত্রী ভিয়োরিকা দানসিলাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরাইলে তার সফরকে ঘিরে 'নিশ্ছিদ্র গোপনীয়তা'কে কেন্দ্র করে এ আহ্বান জানানো হয়। প্রেসিডেন্টকে অবহিত না করেই বুধবার ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন তিনি।
দানসিলাকে পদত্যাগের আহ্বান আজ শুক্রবার জানানো হয়। তেল আবিব থেকে অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দেস(জেরুজালম)'এ রোমানিয়ার দূতাবাস সরিয়ে নেয়ার গোপন স্মারক দানসিলার সরকার অনুমোদন করার মাত্র দু'দিন পর এ আহ্বান জানানো হলো।
প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়, রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদমর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন দানসিলা। এতে সরকারের প্রতি আস্থা টলে যাওয়ায় প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহবান জানানো হয়। প্রেসিডেন্ট বলেন, এ কারণেই তাকে পদত্যাগ করার প্রকাশ্য আহ্বান জানানো হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি