বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

‘সিরিয়ায় মার্কিন সামরিক অভিযান জোরদার করা হবে’

‘সিরিয়ায় মার্কিন সামরিক অভিযান জোরদার করা হবে’

ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : সিরিয়ায় সামরিক অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে আমেরিকার সেনাদের সরিয়ে নেবেন বলে প্রতিশ্রুতি দেয়ার পর ম্যাটিসের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

গতকাল বৃহস্পতিবার সিনেটের আর্মড সার্ভিস কমিটিতে দেয়া শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, 'আমরা সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছি না'। তিনি বলেন, আগামী দিনগুলোতে সিরিয়ার ইউফ্রেটিস নদীর উপত্যকার মাঝামাঝি এলাকার পাশাপাশি সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায় মার্কিন সৈন্যদের জোরালো অভিযান দেখতে পাবেন।

২০১৪ সাল থেকে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কথিত বিমান অভিযান চালিয়ে আসছে। তবে এর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা দামেস্কের কাছ থেকে অনুমতি নেয়ার কোনো তোয়াক্কাই করেনি আমেরিকা। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ইতিবাচক সফলতা তো আসেই নি। বরং বেশিরভাগ ক্ষেত্রে এসব হামলা সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানের পথে বিরাট বাধা সৃষ্টি করেছে।

তবে জোটের এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে দেশটির সেনাবাহিনী দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে সক্ষম হয়েছে। এই ক্ষেত্রে দামেস্কের অনুমতি সাপেক্ষে ইরান রাশিয়া এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয় বাহিনীকে সার্বিক সহযোগিতা দিয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত