শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে ডিশ সংযোগ কেন্দ্র করে যুবলীগ কর্মী নিহত

চট্টগ্রামে ডিশ সংযোগ কেন্দ্র করে যুবলীগ কর্মী নিহত

চট্টগ্রামে ডিশ সংযোগ কেন্দ্র করে যুবলীগ কর্মী নিহত

চট্টগ্রাম, ২৭ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের চকবাজারে ডিশ সংযোগ দেয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ফরিদ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আজ শুক্রবার দুপুরের পর চকবাজার থানাধীন ডিসি রোডের কালাম কলোনীতে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকায় ডিশ সংযোগ দেয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগর ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা টিনুর অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তা সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদ (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করে। আহত সাগর (১৮), সাইমুন (২৮) ও মনিরকে (১৮) উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা ঘটনার কারণ যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত