বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটার প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটার প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটার প্রজ্ঞাপন জারি

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর চাকরিতে কোটার প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন ন্যাম ভবনে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আন্দোলনকারী ১৫ সদস্যের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।

তিনি আরো জানান, যেহেতু এই সময় প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তাই কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ। তবে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সরকারি চাকরির কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। তাই দাবি আদায়ে আমাদের ছোটখাটো কর্মসূচি আগামী ৭ মে পর্যন্ত স্থগিত করা হলো।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আমাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু দেশের বাইরে আছেন, তাই এ বিষয়ে এখন সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। উনি দেশে ফিরলে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তাই আমরা আবারও ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি।

এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের হয়রানি ও ছাত্রলীগের নির্যাতন বন্ধের দায়িত্ব নিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। আর কোটা সংস্কার আন্দোলনের সময় পাঁচটি মামলার মধ্যে চারটি প্রত্যাহার হবে। আর ভিসির বাস ভবনে হামলার মামলাটি চলবে। তবে তাতে কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। সুনির্দিষ্ট অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে নানকের সঙ্গে বৈঠকে বসেন কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন ন্যাম ভবনে নানকের বাসায় হয়।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল থেকে বড় আকারে আন্দোলন শুরু হয়। গত ১১ এপ্রিল শাহবাগ এবং ঢাকার সব রাস্তায় নেমে আসেন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত