শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহে গ্রেফতারের ৪৫ মিনিট পরই গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। নিহতের নাম আবদুস সালাম ওরফে কালাচাঁন (৪০)। ডিবির দাবি, সালাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাইসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, শুক্রবার দিনগত রাত পৌনে দুইটার দিকে সালামকে রেলি মোড় থেকে ৫০ পিস ইয়াবা ও একটি ছুরিসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে মাদক সম্রাট সিরাজকে ধরতে মাছ বাজার এলাকায় অভিযানে যায় ডিবি। উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর আক্রমণ চালিয়ে সালামকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তার সহযোগীরা।

ওসির ভাষ্যে, এ সময় দুর্বৃত্তরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ হয়। গোলাগুলির মধ্যে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন সালাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বড় রাম দা, দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত