শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • টিকে থাকার লড়াইয়ে মোস্তাফিজদের প্রতিপক্ষ চেন্নাই
আইপিএল ২০১৮

টিকে থাকার লড়াইয়ে মোস্তাফিজদের প্রতিপক্ষ চেন্নাই

টিকে থাকার লড়াইয়ে মোস্তাফিজদের প্রতিপক্ষ চেন্নাই

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : আর মাত্র দুইটি ম্যাচে হারলেই এবারের আসরের কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই দলটি এখন পর্যন্ত এবারের আইপিএলে ম্যাচ জিতেছে মাত্র একটি। অবস্থানও পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। চাপের মধ্যে থেকে শনিবার মোস্তাফিজুর রহমানের দলটি মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেন্নাই সুপার কিংসের। চেন্নাইয়ের ঘরের মাঠে এই ম্যাচে মুম্বাই কি পারবে হারের বৃত্ত থেকে বের হতে? বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই দ্বৈরথ।

এখন পর্যন্ত আইপিএলে ৬টি ম্যাচ খেলেছে মুম্বাই। যার ৫টিতেই হেরেছে দলটি। তাদের পারফরম্যান্স যে একেবারে খারাপ ছিল তাও নয়। চারটি ম্যাচই তারা হেরেছে শেষ ওভারে গিয়ে। তবে শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরেছে মুম্বাই। এই হারের পরই চাপে পড়ে গেছে দলটি।

অন্যদিকে চেন্নাইয়ের অবস্থা মুম্বাইয়ের সম্পূর্ণ বিপরীত। ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে হার তাদের। দলটির এই জয়যাত্রা শুরু হয়েছিল মুম্বাইয়ের বিপক্ষেই। আইপিএলের রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে ১ বল ও ১ উইকেট হাতে রেখে তারা হারিয়েছিল মোস্তাফিজদের। আর মুম্বাইয়ের দুর্দশার শুরুও এই ম্যাচটি দিয়েই।

দল না জিতলেও ভালো করেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। ৬ ম্যাচে এখন পর্যন্ত ৭ উইকেট পেয়েছেন এই বাঁহাতি। চেন্নাই দল হিসেবেই পারফর্ম করেছে। তাদের প্রতিটি জয়েই ভিন্ন ভিন্ন ক্রিকেটার ভূমিকা রেখেছেন।

৬ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট দুই। আর সমান ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১০। দুই বছর পর আইপিএলে ফেরা শক্তিশালী এই দলটির বিপক্ষে জয় পেতে ভাল কিছুই করতে হবে মোস্তাফিজদের।সূত্র : ক্রিকইনফো।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত