বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শেরপুরে রাস্তার ইট বিক্রির অভিযোগ

শেরপুরে রাস্তার ইট বিক্রির অভিযোগ

শেরপুর (বগুড়া), ২৭ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শেরপুরে রাস্তার ইট তুলে বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, জেলার শেরপুর উপজেলাধীন ৩নং খামারকান্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিন্দুপাড়া হরিমন্দির হতে আবু বক্করের বাড়ি ও উত্তর পাড়া রকিব মাষ্টারের বাড়ি হতে নজরুলের বাড়ি পর্যন্ত রাস্তার ইট তুলে বিক্রি করা হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে উক্ত ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র হাফিজুর রহমান, মকবুল হোসেনের পুত্র ফেরদৌস রহমান, জালালের পুত্র আবুল কালাম, মাহবুব রহমান, রফিকুল ইসলাম মিন্টু, হাবিল এবং খামারকান্দী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোখলেছুর রহমান স্বাক্ষরিত এই অভিযোগ পত্র পাঠানো হয়।

এলাকাবাসী জানায়, বিগত চার বছর পূর্বে উক্ত রাস্তার কাদা ও পানি সমস্যায় এলাকাবাসীর সমস্যা নিরসনে ১৫/২০ হাজার ইট বিছানো হয়েছিল কিন্তু দু:খের বিষয় বর্তমান চেয়ারম্যান এ ইটগুলো তুলে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে।

তাছাড়া নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্নভাবে ভুয়া মাষ্টাররোল ও ভাউচার তৈরী করে উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাৎ, সরকারের পক্ষ হতে জনসাধারণের মাঝে বিতরণ করা টিউবয়েল, খেলার সামগ্রী ও স্যানিটারী সামগ্রী প্রদান না করে আত্মসাৎ করারও বিস্তর অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে খামারকান্দী ইউপি সদস্য আব্দুল ওহাবের সাথে যোগাযোগ করা হলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগের বিষয়টি জানতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পত্র পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত