![২০১৯ বিশ্বকাপে টাইগারদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন না পাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/papon.abnews24_137184.jpg)
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশের এই দলটি অনেক উন্নতি করেছে। এখন আর প্রতিপক্ষ বলে কয়ে হারাতে পারে না টাইগারদের। বিশ্ব আসরেও এই দলটি এখন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে সেমিতে। তারপরও টাইগারদের নিয়ে ২০১৯ বিশ্বকাপে খুব বড় স্বপ্ন দেখছেন না নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি মনে করছেন, বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশ অনেকের চেয়ে পিছিয়েই থাকবে।
ইংল্যান্ডের মাঠে খেলা। উপমহাদেশের যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ কিন্তু ঘরের বাইরে খুব একটা খারাপ খেলে না। ২০১৫ বিশ্বকাপ ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাঠে। চ্যাম্পিয়ন্স ট্রফি তো ২০১৯ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের মাটিতেই হয়েছে। যে দুটি ইভেন্টেই বেশ সাফল্য দেখেছে টাইগাররা।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেভাগেই নিরাশ করে দিলেন সমর্থকদের। বিদেশের মাটিতে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে, সেটি নিয়ে সন্দিহান তিনি, ‘বাংলাদেশ বিশ্বকাপে খুব একটা নিশ্চিত ভালো খেলবে, এটা আগে থেকে বলা কঠিন। এখন বাংলাদেশ ভালো খেলছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের চেয়ে অনেকে ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার, ভালো খেলোয়াড় দরকার আর ভালো দল। আমাদের ভালো খেলোয়াড় আছে কিন্তু দল প্রস্তুত না। সেদিক দিয়ে অনেক পিছিয়ে আছি অনেক দল থেকে।’
বিসিবি সভাপতির মতে, বাংলাদেশের বেশিরভাগ সাফল্য দেশের মাটিতে। ২০১৯ বিশ্বকাপে ভালো করতে হলে টাইগারদের আরও অনেক উন্নতি করতে হবে, মনে করছেন তিনি, ‘আমাদের বেশিরভাগ সাফল্য দেশে বা উপমহাদেশে। উপমহাদেশের বাইরে যেহেতু খুব বেশি সফল হইনি, যেহেতু বিশ্বকাপটা উপমহাদেশের বাইরে, কি করা উচিত আমরা চেষ্টা করব। তবে সাফল্য নির্ভর করছে, আমাদের ছেলেরা কেমন করছে, প্রতিপক্ষ কেমন করছে-এগুলোর উপর। এটা একদিনের খেলা। যেদিন যে ভালো খেলবে, সে জিতবে। তবে বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে।’
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি