বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি

উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : ভারতের উত্তরপ্রদেশে একটি ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও হেলপারসহ অন্তত নয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে সাতজন। শনিবার সকালে লাখিমপুর খেরি জেলার উচোলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, জেলা হেডকোয়ার্টার থেকে ৮০ কিলোমিটার দূরে সকাল ৬টায় ন্যাশনাল হাইওয়েতে এ ঘটনা ঘটে। ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিল। টাটা ম্যাজিক ভ্যানের চালক অনুপ অশতি (২৫) এবং হেলপার কিষান (২৩) ঘটনাস্থলেই মারা যায়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের স্থানীয় শাহজাহানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত