
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : তারেক রহমানের পাসপোর্ট ইস্যুই তার পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল শুক্রবার সকালে শেরে বাংলা একে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, রাজনীতি প্রকৃতপক্ষে একটা ব্রত এটা বেশিরভাগ রাজনীতিবিদ ভুলে গেছে। ফুটবলে যেমন জার্সি বদল হয় ঠিক তেমনি রাজনীতিবিদরাও জার্সি বদল করেন। আজকে যারা বিএনপির নেতা তারা সবাই জার্সি বদল করা নেতা।