![ভূঞাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/rally_abnews_137206.jpg)
ভূঞাপুর (টাঙ্গাইল), ২৮ এপ্রিল, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আলহাজ আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আা. মজিদ মিঞাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এবিএন/কামাল হোসেন/জসিম/এমসি