শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভোলা শহরে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

ভোলা শহরে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

ভোলা, ২৮ এপ্রিল, এবিনিউজ : জেলা শহরের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে গতকাল শুক্রবার রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে ঘোষপট্টি, মনহরিপট্টি, খালপাড় সড়ক ও চরবাজার এলাকার কিছু অংশ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে বেশিরভাগ মুদি, স্টেশনারি, তেল, রং, মনহারি, কারখানা, আড়ৎ ও গুদাম রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, রাতে ঘোষপট্রির একটি দোকান থেকে এ আগুনের স‍ূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে ভোলাসহ জেলার অন্য ৪টি ইউনিট সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ব্যবসায়ীদের প্রায় ৫০টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

খবর পেয়ে ভোলার পুলিশ সুপার মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

জেলা প্রশাসক মাসুদ আলম সেলিম জানান, ৫৪টি দোকানের তালিকা করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে, তাদের সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত