![টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/rally_abnews_137210.jpg)
টাঙ্গাইল, ২৮ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যাগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা এ্যাডভোকেট বার সমিতি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে র্যালি উদ্বোধন করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা জজ আবুল মনসুর মিয়া, শারমিন জাহান, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ফৌজিয়া হাফসা।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ বিচার বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুলের শিক্ষার্থীরা।
পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি