![শেরপুরে ট্রাক চাপায় হাত হারানো শিশুর পাশে এমপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/mp_abnews_137212.jpg)
শেরপুর (বগুড়া), ২৮ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় হাত হারানো শিশু সুমি ও তার দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি আলহাজ্ব হাবিবর রহমান।
গতকাল শুক্রবার বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশু সুমিকে দেখতে যান এমপি হাবিবর রহমান। পরে তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
একইসঙ্গে অসহায় দরিদ্র পরিবারটির সদস্যসদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে সুমির চিকিৎসার জন্য মা মরিয়ম বেগম ও চাচি পারুল বেগমের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন।
এসময় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল সিরাজী, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ, কোরবান আলী মিলন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল (রবিবার) বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশু সুমির বাম হাত। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরবর্তীতে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশু সুমি।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি