![লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/lalmonirhat_abnews24_137215.jpg)
লালমনিরহাট, ২৮ এপ্রিল, এবিনিউজ : ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এই শ্লোগানে আজ শনিবার লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূিচ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির ফয়েজ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপি আকমল হোসেন প্রমুখ।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি