
জয়পুরহাট, ২৮ এপ্রিল, এবিনিউজ : ‘সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ও দুর্নীতি বন্ধ করতে হলে সকল সাধারন মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ ও এর প্রতিবাদ করতে হবে। তাহলেই এসব কর্মকান্ড বন্ধ হবে, সেই সাথে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।’
আজ শনিবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারের জেডিসি’র মোড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তারা এসব বলেন।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন- রুকিন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আহসান কবির এপ্লব, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ সাদিক পলাশ, জাহানারা বেগম, নুরে আলম, আবু বকর সিদ্দিক, জিয়াউল হক মিঠূ প্রমুখ।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি