
কাউখালী (পিরোজপুর), ২৮ এপ্রিল, এবিনিউজ : মাদকের বিষাক্ত ছোবলে আমাদের দেশের তরুন সমাজ যখন জর্জরিত আর তখনই সুখি সমৃদ্ধশালী সমাজ গড়ার ভীত রচনার জন্য মাদককে না বলি, আপনার সচেতনতাই পারে একটি মাদক মুক্ত সমাজ গড়তে।
এই শ্লোগনকে সামনে রেখে আমরা মাদক বিরোধী শক্তি এর উদ্যোগে মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরের কাউখালীতে আজ শনিবার সকালে সন্ধ্যা নদীতে যাত্রী পারাপারের নৌকায় যাত্রীদের হাতে মাদক বিরোধী ও মাদকের কুফল সম্পর্কিত হ্যান্ডবিল বিতরণ করেন সামাজিক উদ্যোক্তা আ. লতিফ খসরু।
তার এ কার্যক্রম নিয়ে যাওয়া হবে উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, হাটে বাজারে, গ্রাম-গঞ্চে। জানাযায় সামাজিক উদ্যোক্ত আ: লতিফ খসরু নিজ হাতে তৈরি করেন মাদকের কুফল সম্পর্কিত হ্যান্ডবিল। যা তিনি নৌকায় পারাপার হওয়া যাত্রীদের হাতে তুলে দেন।
উদ্যোক্তা আ. লতিফ খসরু বলেন, মাদকের ভয়বহতা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে সকলকে আহ্বান জানান। কারো একার পক্ষে এই মাদকবিরোধী এ কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সবার জন্য সম্মিলিত সহযোগিতা ও উদ্যোগ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি