শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ, ২৮ এপ্রিল, এবিনিউজ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসনমূলক রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা যুবদল।

আজ শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসষ্টেশন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে আলফাত ভবনের সামনে পুলিশ তাদেরকে বাঁধা দেয় পরে মিছিলটি পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল মল্লিক, মমিনুল হক কালারচান, সোহেল মিয়া, মিয়া মোহাম্মদ সোহেল, আবুল কাসেম দুলু, সিরাজুল হক, গিয়াস উদ্দিন, অ্যাড. তায়েফ. অ্যাড. সুজিত বণিক, নুরুল ইসলাম, সিরাজ মিয়া, নুর আলী, তুরণ খান, জহুর মিয়া, মানিক মিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে কারাবন্দি করা হয়েছে। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ। তারা বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কখনই জাতীয় নির্বাচনে অংশ নেবেনা।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত