শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সুনামগঞ্জ, ২৮ এপ্রিল, এবিনিউজ : সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকালে কোর্ট প্রাঙ্গণে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জজকোর্ট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুকের সভাপতিত্বে ও লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হাবিবুল্লাহ মাহমুদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, পুলিশ সুপার বরকতুল্লাহ, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল।

আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান বকুল প্রমুখ।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত