![পাঁচবিবিতে মাদক বিরোধী সাইকেল র্যালি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/joypurhat_abnews24_137237.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৮ এপ্রিল, এবিনিউজ : আজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২য় মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
“মাদককে না বলুন” এই শ্লোগানকে সামনে উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও শতায়ু ফিটনেস ক্লাবের উদ্যোগে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়।
সাইকেল র্যালিতে উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, অফিসার ইনচার্জ ফরিদ হোসেনসহ ৪ শতাধিক সাইকেল চালক অংশ গ্রহণ করে।
মাদক বিরোধী র্যালিটি সীমান্ত ঘেঁষা বাগজানা, ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের প্রায় ৩১ কি.মি. রাস্তা অতিক্রম করে।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি