![তিতাসে খাস ভূমি অবমুক্তির দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/human_cain_abnews_137238.jpg)
তিতাস (কুমিল্লা), ২৮ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা মৌজার ১৫২ জে.এল ২৭এ, ১ একর ১৪ শতাংশ জলাশয় ভূমি কোটিপতির হাত থেকে অবমুক্ত করার দাবীতে মানব বন্ধন করেছে ওই এলাকার খেটে খাওয়া অর্ধশতাধিক পরিবার।
আজ শনবিার সকালে তিতাস প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, দুধঘাটা গ্রামের আমেরিকা প্রবাসী মো. জাকির হোসেনগং তাদের স্থাবর-অস্থাবর সম্পতির তথ্য গোপন করে ভুমিহীন সেজে এলাকার ওই জলাশয়টি কৌশলে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরকে মোটা অংকের টাকার বিনিময়ে কৃষি জমি চাষ করার অনুমতি নিয়ে নেয় ওই ভূমি দস্যু। অথচ ওই ভূমিটি সম্প্রতি রাতের আধারে ড্রেজারের বালু দিয়ে ভরাট করে ফেলে।
বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে তখনই হতবিহ্বল হয়ে পরে। এলাবাসীর মাঝে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ।
খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুর রহমান ওরফে বাচ্চু মিয়ার ছেলে জাকির হোসেনগং জলাশয়টি কৃষিচাষ করার নামে সরকারের নিকট থেকে লিজ গ্রহণ করেন। এদিকে রাতারাতি উক্ত জলাশয়টি বালু দিয়ে ভরাট করার ফলে নিটবর্তী নন্দিরচর গ্রামে নৌ-চলাচল ও পার্শ্ববর্তী গ্রামগুলোর পানি নিষ্কাশন বন্ধ হয়ে চরম দুর্ভোগের শিকার হয় ওই গ্রামগুলিতে বসবাসকারীরা।
এ বিষয়ে উক্ত জলাশয়টি ভূমি খেকোদের হাত থেকে অবমুক্ত করার দাবিতে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা জেলা প্রাশসক বরাবর একাদিকবার আবেদন করলেও রহস্যজনক কারণে কোন প্রতিকার পাওয়া যায়নি। সবশেষ গত ১৯ ফেব্রুয়ারী-১৮ইং কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় হতে স্বারক নং ০৫.৪২.১৯০০.০১৬.৪২.০০৮.১৬.১৪৫ এর আলোকে তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে, আরডিসি (প্রতিকল্প) ইশরাত সিদ্দিকা স্বাক্ষরিত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। কিন্ত রহস্যজনক কারণে ঐ আবেদনটি আবেদনকারী ব্যতিত নিষ্পত্তি হয়ে যায় বলে মানববন্ধনে আবেদনকারী দাবি করেন।
এদিকে আবেদনটি নিষ্পতি হওয়ার পর থেকে ওই ভূমি দস্যুরা আবেদনকারীসহ এলাকার নিরহ নিরপরাধ ব্যক্তিদেরকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশসহ বাড়িঘর জ্বালিয়ে দিবে বলে অব্যাহত হুমকি প্রদান করে আসছে। এই ঘটনায় আবেদনকারী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সুষ্ঠ বিচার প্রত্যাশায় কুমিল্লার বিজ্ঞ সি.আর পি.সি, ১নং আদালতে মামলা নং ১৫৮/১৮ইং দায়ের করেন।
উক্ত জলাশয়টি প্রতারক ভূমি খেকোদের হাত থেকে অবমুক্ত করে ভিটেবাড়ী হীন পরিবারদের মাঝে সুসম বন্টন অথবা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে উপযোগি করতে সংশ্লীষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এসময় মানব বন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাতেন, আব্দুল কাদির মুন্সি, মো. শাকিল মিয়া, মো. লিটন ভূইয়া ও ইকবাল হোসেনসহ অর্ধশতাধিক ভূক্তভোগি উপস্থিত ছিলেন।
মজিদপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, উক্ত ভূমিটি ১৯৭৯ সালে জাকির হোসেনের নামে ভূমি হীন হিসেবে বন্দোবস্ত নিয়েছে। বর্তমানে তাদের নামে বিএস পর্চাও হয়ে গেছে।
এবিএন/কবির হোসেন/জসিম/এমসি