
ঝিনাইদহ, ২৮ এপ্রিল, এবিনিউজ : ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
জেলা লিগ্যাল এইডের আয়োজনে শনিবার সকালে আদালত চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নবাবুর রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল-রাজি, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম।
আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু, জিপি এ্যাড. সুবীর সোমাদ্দার, পিপি ইসমাইল হোসেন, বিচারপ্রার্থী হাসিয়া খাতুন ও মুসলিমা খাতুন।
পরে আদালত চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।
এবিএন/যবনিকা/জসিম/এমসি