![চিলমারী নৌ-বন্দর দ্রুত চালু করা হবে: সচিব আবদুস সালাম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/socib_abnews_137241.jpg)
চিলমারী (কুড়িগ্রাম), ২৮ এপ্রিল, এবিনিউজ : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সালাম বলেন, দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহন খরচ কমাতে চিলমারী নৌ-বন্দর দ্রুত চালু করা হবে।
আজ শনিবার সকালে কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর পরিদর্শন কালে তিনি এসব বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চিলমারী নদী বন্দরের সীমানা নির্ধারণ নিয়ে জেলা পরিষদ ও বিআইডব্লিউটিএ’র মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি রয়েছে।সংশ্লিষ্টদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। দ্রুত এর সমাধান হবে এবং পন্টুনটি যথাস্থানে স্থাপন করাসহ নদী খননের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
এছাড়াও তিনি নদী বন্দর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন তার একান্ত সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আলেয়া বেগম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার প্রমুখ।
এবিএন/গোলাম মাহবুব/জসিম/এমসি