![বেলাবোতে প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/rally_abnews_137243.jpg)
নরসিংদী, ২৮ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীর বেলাবোতে ভাটের চর উচ্চ বিদ্যালয়ে অনুমোদন ছাড়া ৯ বছর অনুপস্থিত থাকা প্রধান শিক্ষিকা নাজমুন নাহারকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় ৯ বছর পূর্বে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকা নাজমুন নাহার কোন নোটিশ ছাড়াই স্কুল ছেড়ে চলে যান। গত জানুয়ারিতে স্কুলে নতুন কমিটি হওয়ার পরে তারা সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাচ্চুকে প্রধান শিক্ষক করে। এর কিছুদিন পরই আমাদের প্রাক্তন শিক্ষক স্কুলে আসে আর তিনিই প্রধান শিক্ষক বলে দাবি করেন।
শুধু তাই নয় তিনি নতুন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তার কক্ষ থেকে বের করে দেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে স্কুল কমিটি ও শিক্ষার্থীরা অবহিত করলে তারা কোন প্রকার পদক্ষেপ নেয়নি। এতে করে স্কুলের শিক্ষার পরিবেশ বিঘœ ঘটছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের মানববন্ধনে বাঁধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করে।
এসময় চাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান আহমেদ, রিয়াদ সরকার, আনোয়ার মিয়া, তামান্না আক্তার,রুমানা আক্তার,শাহীনা বেগমসহ বিদ্যালয়ের কয়েকশ’ ছাত্র-ছাত্রীবৃন্দ।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি