![দেলদুয়ারে ট্রাক চাপায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/dead_abnews_137246.jpg)
দেলদুয়ার (টাঙ্গাইল), ২৮ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী বাজার নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত সাইকেল আরোহী হাসেন (৬০) টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি গ্রামের বাসিন্দা বলেও নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
তিনি জানান, টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি গ্রামের বাসিন্দা ও নিহত সাইকেল আরোহী হাসেন (৬০) দিনমজুরের কাজ করতেন ও তার পরিচয় সনাক্ত করেছেন একই নিহতের সহকর্মী মজিবুর রহমান। সনাক্তকারীর সংবাদের ভিত্তিতে নিহতের ছেলে ঘটনাস্থলে এসে মরদেহ পরিবারের কাছে নিয়ে গেছে।
তবে এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।
এবিএন/মোজাম্মেল হক মামুন/জসিম/এমসি