বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ব্রাজিলের ফুটবলপ্রধান আজীবন নিষিদ্ধ

ব্রাজিলের ফুটবলপ্রধান আজীবন নিষিদ্ধ

ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : ঘুষ নেয়ার অপরাধে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরোকে সব ধরণের ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুধু নিষেধাজ্ঞা নয়, দেল নেরোকে ১ মিলিয়ন ডলার জরিমানাও করেছে ফিফা।

সিবিএফ প্রেসিডেন্ট দেল নেরোর বিরুদ্ধে কোপা আমেরিকা, কোপা লেবারটেডরস এবং ব্রাজিল কাপ টুর্নামেন্টে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছিল। তদন্তে তার বিরুদ্ধে উঠা ঘুষ গ্রহণ ও দুর্নীতির প্রমাণও মিলেছে বলে জানিয়েছে ফিফা। বিভিন্ন উপহার সামগ্রী প্রদান এবং গ্রহণেরও অভিযোগ ছিল দেল নেরোর বিরুদ্ধে। ফিফা বলছে, এ সব কিছুই সততার পরিপন্থী।

তবে ৭৭ বছর বয়সী দেল নেরোর আইনজীবীর দাবি, তার বাদীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া যায়নি। তিনি ফিফার আপিল কমিটিতে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। এছাড়া খেলাধুলা বিষয়ক সালিসি আদালতেও সুবিচার পাওয়ার সুযোগ থাকছে দেল নেরোর।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত