শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ধুনটে পলাতক আসামীসহ গ্রেফতার ৪

ধুনটে পলাতক আসামীসহ গ্রেফতার ৪

ধুনট (বগুড়া), ২৮ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঝিনাই গ্রামের শহীদ প্রামানিকের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী টিটু মিয়া (৪৮), কান্তনগর গ্রামের হাফিজার রহমান জোয়াদ্দারের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহেল জোয়াদ্দার (৪৫), ধুনট সদরপাড়া গ্রামের সর্গীয় উপেন্দ্রনাথ সাহার ছেলে মাদক বিক্রেতা উত্তম কুমার (৪০) ও পশ্চিমভরনশাহী গ্রামের রহমান আলীর ছেলে বল্টু মিয়া (৩০)।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে টিটু মিয়ার বিরুদ্ধে ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (২৫৬/২০০৭) দায়ের হয়। ওই মামলার দীর্ঘ শুনানী শেষে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করে। কিন্তু আদালতের রায় ঘোষনার পর থেকেই সে পলাতক ছিল।

গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঝিনাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত সোহেল জোয়াদ্দারের বিরুদ্ধে ২০১৫ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের হয়। ২০১৮ সালের জানুয়ারি মাসে ওই মামলার শুনানী শেষে বিজ্ঞ আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। কিন্তু আদালতের রায় ঘোষণার পর থেকে সেও পলাতক ছিল।

অপরদিকে পৃথক অভিযান চালিয়ে ২০ পুড়িয়া (২ গ্রাম) হেরোইন সহ ধুনট সদরপাড়া এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামী উত্তম কুমার ও বল্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত