বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বোদায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বোদায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বোদায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বোদা (পঞ্চগড়), ২৮ এপ্রিল এবিনিউজ: পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ও বড়শশী ইউনিয়নের বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে ৫০ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারন সম্পাদক ফারুক আলম টবি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রবিউল আলম সাবুল, বড়শশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মউর রহমান প্রমুখ।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত