বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দ্বীনি শিক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন: আইসিটি প্রতিমন্ত্রী

দ্বীনি শিক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন: আইসিটি প্রতিমন্ত্রী

দ্বীনি শিক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন: আইসিটি প্রতিমন্ত্রী

সিংড়া (নাটোর), ২৮ এপ্রিল এবিনিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্বাধীনতার পর সারাদেশে স্থাপিত ৭৫ হাজার মাদ্রাসায় ২৬ লাখ শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে।

আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়া হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। প্রতিমন্ত্রী পলক আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও জায়গা বরাদ্দ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন, বিশ্ব ইজতেমার জমি বরাদ্দ করে ইসলামের জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন।

তিনি সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে সবাইকে দ্বীনি শিক্ষায় দানের হাত প্রসারিত করার আহবান জানান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালনা সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত,যুগ্ম সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম মাওলানা আ. ছালাম সহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

দোয়া পরিচালনা করেন, সিংড়া বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর।

এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত