মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

সিরাজগঞ্জে ১৩টি স্থানে ১ দিনের বৈশাখী মেলা

সিরাজগঞ্জে ১৩টি স্থানে ১ দিনের বৈশাখী মেলা

সিরাজগঞ্জ, ২৮ এপ্রিল এবিনিউজ: সিরাজগঞ্জের তাড়াশে চলতি মৌসুমে ১৩টি স্থানে বৈশাখী মেলা বসবে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মত এবারও উপজেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। ইতি মধ্যে মেলা গুলো ইজাহার দরপত্রসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন স্থানীয় প্রশাসন।

এ বছর বড় মাঝদক্ষিনা, বস্তুল, বোয়ালিয়া (ছোট গুড়মা),বড় গুড়মা, গুড়পিপুর, দোবিলা, তালম, আরংগাইল, বিনসাড়া, কুন্দইল,উলিপুর, গোন্তা ও শ্রী কৃষ্ণপুর স্থানে বিশেষ হাট উপলক্ষে ১দিনের মেলা বসে। প্রতিটি মেলা দরপত্রের মাধ্যমে ইজারা দেয়া হয়েছে। মেলায় উক্ত উপজেলার গ্রাম গঞ্জের মানুষ তাদের গৃহস্থালী সরাঞ্জামাদী ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা-বেচা করে থাকে। উল্লেখ্য ,ইতিমধ্যে বড় মাঝদক্ষিনা ও আরংগাইল ১দিনের এ বৈশাখী মেলা শেষ হয়েছে। বাকী মেলা গুলো ক্যালেন্ডার মোতাবেক শুরু হবে।

এ ব্যাপারে মেলা আয়োজকরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এ মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে থাকে। এ বছর মেলায় যাতে এলাকার মানুষ সুষ্ট সুন্দর ভাবে কেনাকাটা করতে পারে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। মেলায় কোন প্রকার জুয়া ও অসামাজিক কার্যকলাপ চলতে দেয়া হবে না বলে তারা জানান।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত