![আগামীকাল খুলনার ভয়াল ২৯ এপ্রিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/abnews-24.bbbbb_137255.jpg)
কয়রা (খুলনা), ২৮ এপ্রিল এবিনিউজ: আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে সামুদ্রিক ঘুর্ণিঝড় হারিকেনের প্রবল আঘাতে বাংলাদেশের সুন্দরবন উপকূল বলেশ্বর, দুবলারচর, হিরণপয়েন্ট, বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালির গলাচিপা, চট্রগ্রামের পতেঙ্গা, কর্ণফুলী, সন্ধীপ, বাঁশখালি, আনোয়ারা, কক্সবাজারের মহেশখালি, সোনাদিয়া, ভোলার নিঝুম দ্বীপ, মনপুরা, চরকুকরীমুকরী, নোয়াখালির হাতিয়া সহ উপকুলীয় এলাকার লক্ষ লক্ষ মানুষের সহায় সম্পদ, ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়।
সামুদ্রিক জলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙে উপকুলীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা লোনা পানিতে নিমজ্জিত হয়ে মানুষের অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়। শত শত নারী পুরুষ ও শিশুর লাশ সমুদ্রের কিনারে ভেসে উঠতে দেখা যায়। লাশ ও গবাদি পশুর দুর্গন্ধে উপকুলীয় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। অনেকের লাশ সনাক্ত করা সম্ভব না হওয়ায় সমুদ্রের উপকুলে তাদের সমাধিস্থ করা হয়।
ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের বহু জেলে নিখোঁজ হয়। মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা উপকুলীয় জনপদ। তৎকালীন সরকার দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক উদ্ধার কাজ ও ত্রান তৎপরতা চালায়। য্ক্তুরাষ্ট্র সরকারের সেনাবাহিনী মেরিন টাস্কফোর্স গঠন করে বাংলাদেশের দুর্গত মানুষের সেবায় এগিয়ে আসে।
এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা