![হানিফ ফ্লাইওভারে বাসচাপায় যুবকের পা বিচ্ছিন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/dhaka_137257.jpg)
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। চাপা দেওয়া গ্রিনলাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করেছে।
পুলিশ জানিয়েছে, মো. রাসেল (২৫) নামে ওই যুবক একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেয়। এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাসেলকে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া বলেন, দুপুরে হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।
এবিএন/মমিন/জসিম