বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • রোহিঙ্গ ইস্যু: কক্সবাজারে পৌঁছেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

রোহিঙ্গ ইস্যু: কক্সবাজারে পৌঁছেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

রোহিঙ্গ ইস্যু: কক্সবাজারে পৌঁছেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

কক্সবাজার, ২৮ এপ্রিল, এবিনিউজ : রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। তাদের বহনকারী একটি বিশেষ বিমান আজ শনিবার বিকেল সোয়া ৪টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

সন্ধ্যায় হোটেল টিউলিপে প্রতিনিধি দলের সফর নিয়ে জাতিসংঘ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

এদিকে জাতিসংঘে নিযুক্ত নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধিদের বাংলাদেশ সফরকে ঘিরে তেমন কোনো প্রতিক্রিয়া নেই কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে। গত কয়েক মাসে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার পরিদর্শনে তেমন কোনো ফল না আসায় তাদের এই মনোভাব বলে জানিয়েছে শরণার্থীরা। তবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের অনাগ্রহের পরিপ্রেক্ষিতে এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ সরকার। এ সফর থেকে প্রত্যাশিত ফল পেতে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

গত ২৫ অগাস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর চরম নির্যাতনের মুখে দেশটির রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা এরই মধ্যে ৭ লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের হিসাবে পুরনো ও নতুন মিলিয়ে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গার শতকরা ৯০ ভাগই আশ্রয় নিয়েছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়।

তবে, এ সফরকে অর্থবহ করতে নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে রোহিঙ্গা সংক্রান্ত বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য-প্রমাণ উপস্থাপন করাসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।

রোববার নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যদের কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করার কথা রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমার সফরে যাবেন। সেখানে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত