শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাণীনগরে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র জখম

রাণীনগরে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র জখম

রাণীনগর (নওগাঁ), ২৮ এপ্রিল এবিনিউজ: নওগাঁর রাণীনগরে প্রসেনজিৎ পাল (১৮) নামের এক কলেজ ছাত্রের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় রক্তাক্ত কলেজ ছাত্রকে গুরুত্বর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।

উপজেলার চকাদীন গ্রামের প্রশান্ত পালের ছেলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারে যাবার সময় বাড়ী সংলগ্ন রাস্তায় পৌছা মাত্রই পূর্ব থেকে উৎ পেতে থাকা ১৫/২০ জনের একদল দূর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এ্যালোপাতারী মারপিট এবং ধারালো ক্ষুরের আঘাতে মারাতœক ভাবে জখম হয়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। তবে কে বা কেন তার উপর এই হামলা চালিয়েছে তা বলতে পারেনি হামলার শিকার প্রসেনজিৎ। সে রাণীনগর শের এ বাংলা ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহামন জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত