বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রাণীনগরে হেরোইনসহ গ্রেফতার ২

রাণীনগরে হেরোইনসহ গ্রেফতার ২

রাণীনগর (নওগাঁ), ২৮ এপ্রিল এবিনিউজ: নওগাঁর রাণীনগর থানাপুলিশের পৃথক অভিযানে প্রায় নয় গ্রাম হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্তারুজ্জামান উপজেলার রাতোয়াল গ্রাম থেকে ওই গ্রামের মোজাম্মেল সাদুর ছেলে ইউছুব আলী (২৮) কে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

অপর দিকে একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা খেকে রনি (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে চার গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে এসআই মোস্তাফিজুর রহমান। গ্রেফতারকৃত রনি উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের গ্রামের নেছার আলীর ছেলে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, গ্রেফতারকৃত দুই জনই এলাকার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত