বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উলিপুরে ভূমি সহকারি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উলিপুরে ভূমি সহকারি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উলিপুরে ভূমি সহকারি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম), ২৮ এপ্রিল এবিনিউজ: কুড়িগ্রামের উলিপুরে এক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে তদন্ত প্রতিবেদন দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা গ্রামের মৃত মেহার উদ্দিন মারা যাওয়ার পর তিনি সীমান্তবর্তী উলিপুর ও চিলমারী উপজেলায় ১ একর ১২ শতাংশ জমি রেখে যান।

জমির দাগ খতিয়ান আলাদা আলাদা হলেও তার সন্তানরা সুবিধানুযায়ী সমবন্ঠন করে নেন। মেহার উদ্দিনের বড় পুত্র খাতিম উল্ল্যাহ চিলমারীর মাচাবান্দা এলাকায় তার অংশে বসবাস করে আসছেন। খাতিম উল্ল্যাহ ষড়যন্ত্রমূলকভাবে তার ছোট ভাই চান্দ মিয়া ও মঞ্জু মিয়ার দখলীয় উলিপুরের দক্ষিণ সাদুল্ল্যা এর বাড়ীর অংশে ৩ শতাংশ জমি মঞ্জু মিয়ার কাছে বিক্রি করে দেন। পরে খাতিম উল্ল্যাহ বিক্রিকৃত ৩ শতক জমিসহ ৪ পুত্রের নামে সাড়ে ১১ শতাংশ জমি গত ৬ জুন/১৫ ইং গোপনে দলিল করে দেয়।

এ অবস্থায় খাতিম উল্ল্যাহ পুত্র জয়নুদ্দিন চাচা চান্দ মিয়া, মঞ্জু মিয়া সহ ৫ জনের নামে কুড়িগ্রাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ১২ জানুয়ারী/১৮ ইং ফৌজদারী কার্য বিধি আইনে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তের জন্য সহকারি কমিশনার (ভূমি) উলিপুর কে দায়িত্ব দিলে তিনি গত ৪ ফেব্রুয়ারী তবকপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মাসুদ রানা সরকারকে দায়িত্ব দেন।

তদন্তকারি কর্মকর্তা বিবাদী চান্দ মিয়া ও মঞ্জু মিয়ার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। টাকা দিতে না পারায় ঐ কর্মকর্তা জয়নুদ্দিনের কাছে মোটা অংকের টাকা নিয়ে চান্দ মিয়া ও মঞ্জু মিয়ার দখলীয় বাড়ি ভিটার ৬ শতাংশ জমি বাদীর দখল দেখিয়ে গত ৪/০৩/১৮ ইং তিনি সহকারি কমিশনার (ভূমি) এর বরাবর পিটিশন নং ৪৭/২০১৮ (উলি) এর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ ব্যাপারে তবকপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মাসুদ রানা সরকারের সাথে কথা হলে তিনি বলেন, আমি তদন্তে যেটা পেয়েছি, সেটাই দিয়েছি। সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ এর সাথে কথা হলে তিনি বলেন, প্রতিবেদনটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত