বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

উলিপুরে সেলাই মেশিন ও বেঞ্চ বিতরণ

উলিপুরে সেলাই মেশিন ও বেঞ্চ বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম), ২৮ এপ্রিল এবিনিউজ: কুড়িগ্রামের উলিপুরে সেলাই মেশিন ও বেঞ্চ বিতরন করা হয়েছে। দুস্থ্য মহিলাদের ভাগ্যের উন্নয়নে ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসেসিয়েশন (অর্কা) সংগঠনের পক্ষ থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন দুস্থ্য মহিলাকে সেলাই মেশিন এবং উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিতরণ অনুষ্ঠানে ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসেসিয়েশনের পক্ষে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পৌরসভার মেয়র তারিক আবুল আলা চৌধুরী এ সেলাই মেশিন ও বেঞ্চ বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা সরকার, আওয়ামী লীগ নেতা পার্থ সারথী সরকার, বিএনপি নেতা আব্দুর রশিদ, আবু সাঈদ সরকার, শিক্ষক মাহমুদার রহমান বেটু, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান আজাদ, আমিনুল ইসলাম, এস.এম হাবিব নয়ন প্রমুখ।

এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত