![বোয়ালখালীতে এক কিশোরীর মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/abnews-24.bbbbbbbbbbbbbb_137273.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ২৮ এপ্রিল এবিনিউজ: বোয়ালখালীতে জুলেখা আকতার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার বিকেলে কিশোরীর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
জুলেখা আকতার উপজেলার পশ্চিম গোমদ-ী ৭নং ওয়ার্ডের সাতগরিয়া পাড়ার আবদুল আজিজের মেয়ে। আবদুল আজিজ পেশায় একজন দিনমজুর। তার তিন ছেলে দুই মেয়ের মধ্যে জুলেখা বড়। সে স্থানীয় হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
জুলেখা পিতা আবদুল আজিজ জানান, শনিবার সকাল ৯টার দিকে ঘরের ছাদ বিমের সাথে জুলেখা ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে ফাঁস খেয়েছে তা জানেন না। এসময় তিনি ঘরের বাইরে ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, পরিবারের দাবি অনুযায়ী তথ্যে গড়মিল থাকায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে।
এবিএন/রাজু দে/জসিম/তোহা