শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে ডেবিট কার্ড জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ডেবিট কার্ড জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ডেবিট কার্ড জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম, ২৮ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে ডেবিট কার্ড জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত চার দিনের বিশেষ অভিযানে রাজধানী ঢাকা ও রাজশাহী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৭টি ব্যাংক এ্যাকাউন্ট এর ডেবিট কার্ড ও চেক বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,বিপ্লব লস্কর (৩০), মো. কায়েস হোসেন (৩০), রবিউল ইসলাম প্রকাশ সজীব(২৫), মোশারুল ইসলাম প্রকাশ মুছা (২৮)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ’র নেতৃত্বে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করার কথা জানিয়ে দুপুরে সিএমপি’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করেন শহীদুল্লাহ।

তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিদেশী প্রতারকচক্রের যোগসাজশে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে মূল্যবান উপহার সামগ্রী ও ডায়মন্ড দেওয়ার কথা বলে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়।

তাদের চক্রে আয়ারল্যান্ড, কেনিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক জড়িত আছে।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত