![ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভর্তি : ইবি শিক্ষার্থীর ভর্তি বাতিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/abnews-24.bbbbbbbbbbbbbbb_137275.jpg)
ইবি (কুষ্টিয়া), ২৮ এপ্রিল, এবিনিউজ: ইসলামীবিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ভর্তির দায়ে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। জালিয়াতকারী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর নাম মো: সালাউদ্দিন। আজ শনিবার রেজিস্ট্রর অফিস সূত্রে তার ভর্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানাযায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বড়দুধ পাতিল গ্রামের আবুল হোসেনের ছেলে সালাউদ্দিন। সে কুষ্টিয়ার দৌলতপুর থানার তালবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেনের (মুক্তিযোদ্ধার) সনদটিকে পিতার সনদ হিসেবে ব্যবহার করে এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ভর্তি হয়। পরে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করে সত্যতা মিললে তার ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন,‘সালাউদ্দিন মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তদš সাপেক্ষে অভিযোগটি প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে।’
এবিএন/অনি আতিকুররহমান/জসিম/তোহা