লালমনিরহাট, ২৮ এপ্রিল এবিনিউজ: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম আজ শনিবার দুপুরে নিজে মটরসাইকেল চালিয়ে তিস্তার দর্গম সীমান্তপথ পরিদর্শন করেছেন।
এ সময় তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন সীমান্তে অবস্থিত রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। পরে নিজে মটরসাইকেল চালিয়ে প্রায় চার কিলোমিটার তিস্তার দূর্গম চর এবং ভাঙা রাস্তা পথ অতিক্রম করে নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপা চরখড়িবাড়ী সীমান্ত ক্যাম্পে যান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। সীমান্ত এলাকা ও বিজিবি ক্যাম্প পরিদর্শন করে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে এক শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের (রংপুর জোন) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন, পরিচালক (অপারেশন-রংপুর জোন) লে. কর্নেল হাসান মোর্শেদ, বিজিবির রংপুর সেক্টর পরিচালক কর্নেল আজিজুল কাহার, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-১৫বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মাসুম জিয়া বিন কুদ্দুস, রংপুর-৭বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মুহিত উল আলম, মেজর আনোয়ার হোসেন ও টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন।
পরে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ‘ক্যাম্প পরিদর্শন করতে এসে জানতে পারলাম গাড়ী চলাচলের রাস্তা নেই। সেজন্য মটরসাইলেকে করেই ঘুরে দেখলাম। এতে কষ্ট হয়নি। আনন্দ পেয়েছি। আমার লোকজনের চলাচলের পথটা কতটা কঠিন, তা দেখলাম। এসব সরকারের উচ্চ মহলে তুলে ধরার চেষ্টা করবো।’
তিনি আরো বলেন, ‘বিজিবি-বিএসএফের চমৎকার সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা মানবিক সীমান্ত ব্যবস্থাপনা তৈরির চেষ্টা করছি। ইতোমধ্যে সীমান্ত হত্যা আশাব্যঞ্জকভাবে কমেছে। আমরা সীমান্তে একজন নিরীহ মানুষেরও হত্যা চাই না। বিএসএফও একমত হয়েছে।’
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা