শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টে’র ধাওয়ায় পথচারীর প্রাণ নিল মালবোঝাই ট্রাক

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টে’র ধাওয়ায় পথচারীর প্রাণ নিল মালবোঝাই ট্রাক

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টে’র ধাওয়ায় পথচারীর প্রাণ নিল মালবোঝাই ট্রাক

চট্টগ্রামে, ২৮ এপ্রিল, এবিনিউজ: চট্টগ্রামে ট্রাক চাপায় নিহত হয়েছে অডি রিভেরু (৬০) নামে এক পথচারী। শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। ট্রাকটি সদরঘাট এলাকা থেকে ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে পালানোর সময় এ পথচারীকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার পর স্থানীয়রা গৌরি ট্রান্সপোর্টের মালবোঝাই ট্রাকটি আটকে ভাংচুর এবং প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। বন্ধ হয়ে যায় সদরঘাট টু মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল। ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাফিক সার্জেন্টের ব্যবহৃত মোটর সাইকেলটি (নং ঢাকা মেট্রো-হ-১৪-৩১৯৫) আটকে রাখে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে কয়েক হাজার এলাকাবাসী বিক্ষোভ করছে। ঘটনাস্থল রাস্তার উপরেই থেথলে যাওয়া লাশটি পড়ে আছে। পাশেই দাঁড়িয়ে বিলাপ করছে তার স্ত্রী ও কন্যা এন্টেনা রিভেরু। এসময় পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

নগরীর আলকরণ এলাকার এডগ রিভেরোর ছেলে নিহত অডি রিভেরোর মেয়ে এন্টেনা এ ঘটনার জন্য সরাসরি পুলিশ সার্জেন্ট ও দায়িত্বরত ট্রাফিক পরিদর্শককে দায়ি করেন। তাদের চাঁদাবাজির রোষানল থেকে বাঁচতে বেপোরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে তার পিতা নিহত হয়েছেন বলে দাবি করেন। বেপোরোয়া গতির গাড়ির চালককে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও দোষি ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন সদ্য পিতা হারা এ কণ্যা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদরঘাট থানার সামনে থেকে এক ট্রাফিক সার্জেন্ট মাল বোঝাই ট্রাকটিকে ধাওয়া করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপর তুলে দেন। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অডি রিভেরুর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি ট্রাফিক সার্জেন্টের চাঁদাবাজি থেকে বাঁচতে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে।

তারা বলেন, এ এলাকায় ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকরা এ সড়ক ধরে প্রায় সময় বেপোরোয়া গতিতে গাড়ি চালায়। গত কয়েকমাসে বেশ কয়েকটি দুর্ঘটনায় ১০/১২ জন আহত হয়েছে বলেও জানান তারা। বিক্ষুদ্ধ জনগন এসময় সড়কটি দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নগরীর সদরঘাট দিয়ে ফিরিঙ্গীবাজার হয়ে মেরিন রোডে মিলিত সরু সড়কটি এমনিতেই বড় গাড়ি চলাচলের অনুপোযোগী। ঘনবসতি এলাকাটির সরু সড়কে বড় গাড়ি চলাচল বন্ধ করতে তিনি উর্ধতন মহলের কাছে অনুরোধ করবেন বলে জানান।

পরে তার আশ্বাস পেয়ে প্রায় দেড় ঘন্টা পর দুপুর দুইটার সময় অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। দুর্ঘটনার ঘাতক ট্রাকটি এবং ট্রাফিক পুলিশ সার্জেন্টের ফেলে যাওয়া মোটরবাইকটি কোতোয়ালি থানায় নিয়ে যায় থানা পুলিশ।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত