শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালপুরে ট্রেনের তেল চুরি: আটক ৪

লালপুরে ট্রেনের তেল চুরি: আটক ৪

লালপুর (নাটোর), ২৮ এপ্রিল, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে রেলের তেল চুরির প্রস্তুতির সময় তেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এ সময় তাদের কাছ থেকে তেল চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার করিমপুর রেলগেট থেকে তাদের সরঞ্জামাদিসহ আটক করা হয়। পরে আজ শনিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবনার ঈশ্বরদী জিআরপি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটকেরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মাদপুর এলাকার সুমন হোসেন (২১), একই এলাকার লিটন (২০), সোহেল রানা (২২) এবং জিয়াউর রহমান (২১)।

আব্দুলপুর জংশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরেই আব্দুলপুর রেলওয়ে জংশনে রেলের তেল চুরি হয় এমন অভিযোগে রেলওয়ে নিরাপত্তা সদস্যরা সেখানে অবস্থান নেয়।

এ সময় গতকাল শুক্রবার গভীর রাতে সরকারী রেলের তেল চুরি চক্রের চার সদস্য তেল চুরি করার জন্য আব্দুলপুর রেলওয়ে জংশনের করিমপুর রেলগেটে অবস্থান নেয়।

বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে রেলের নিরাপত্তা কর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে আটক করে।

পরে আজ শনিবার দুপুরে আটককৃতদের ঈশ্বরদী জিআরপি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত