![চট্টগ্রামে যুবলীগ নেতা খুনে মামলা: আ.লীগ-ছাত্রলীগের ৯, অজ্ঞাত ১৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/ctg_abnews24_137282.jpg)
চট্টগ্রামে, ২৮ এপ্রিল, এবিনিউজ: চট্টগ্রামে ক্যাবল ব্যবসা নিয়ে দ্বন্ধে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ খুনের ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। গতকাল শুক্রবার রাতে নগরীর চকবাজার থানায় ফরিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ৯ জনকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্হাত আরো ১৫ জনকে আসামীর তালিকায় রাখা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলায় যাদের নাম উল্লেখ আছে তারা হলেন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুছা, দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাসেল ও ফয়সাল এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত জানে আলম, নবী, ইকবাল, তৌহিদুল আলম, মাসুদ এবং মুরাদ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফ হোসেন। তিনি বলেন গতকাল রাতে অভিযোগ দিয়েছে নিহত ফরিদের পরিবার। আসামিদের গ্রেফতারে তাদের অভিযান চলছে।
উল্লেখ্য শুক্রবার দুপুরে ডিস ক্যাবল ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় যুবলীগ কর্মী ফরিদ। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ চারজন। নগরীর ডিসি রোডের কালাম কলোনীতে ক্যাবল ব্যবসায়ি যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও স্থানীয় যুবলীগ নেতা ফয়সালের অনুসারীদের মধ্যে ক্যাবল ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংগঠিত সংঘর্ষে তার মৃত্যু হয়।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা