বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

‘এই বৈশাখে আরেকবার’

‘এই বৈশাখে আরেকবার’

ইবি (কুষ্টিয়া), ২৮ এপ্রিল, এবিনিউজ : ‘এই বৈশাখে আরেকবার’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারো বৈশাখী উৎসব উদ্যাপিত হয়েছে।

আজ শনিবার এ উপলক্ষে ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে ক্যাম্পাসস্থ বাংলা মঞ্চে এক জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এসময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। ‘বৈশাখী উৎসব’ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন।

প্রধান অতিথির ড. রাশিদ আসকারী বলেন, ‘বৈশাখী উৎসব হচ্ছে আমাদের বাঙালী সংস্কৃতির প্রাণের উৎসব। ফোকলোর বিভাগ বার বার আমাদের লোকজ ও দেশীয় সাংস্কৃতিকে আমাদের সামনে তুলে ধরে এবং এইসব উৎসবের সাথে আমাদের পরিচিতি ঘটায়।’

এসময় তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মীমকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘মীম দেশের সংস্কৃতিক অঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছে।’

এদিকে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষার্থী জোবায়ের, মুহিবুল, মেঘা ও প্রিয়ার সঞ্চালনায় দলীয় ও একক নাচ, গান, আবৃত্তি, নাটক ও কৌতুক পরিবেশন করে শিল্পীরা।

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিব জানান, ‘ফোকলোর বিভাগ সবসময় আমাদের জাতীয় সংস্কৃতি ধারণ করে। তাই নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন।

এই সুন্দর আয়োজনের জন্য আমরা ভিসি স্যার, সভাপতি স্যারসহ বিভাগীয় স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত