![নাসিরনগরে মেয়ের জামাইয়ের সাথে শ্বাশুরীর পরকিয়া: আদালতে মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137284.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৮ এপ্রিল, এবিনিউজ: মেয়ের জামাইয়ের সাথে শ্বাশুরীর পরকিয়ার ঘটনার খবর পাওয়া গেছে। ওই ঘটনায় মেয়ে এলাকাবাসীর কাছে লিখিত ভাবে বিচার চেয়ে না পেয়ে অবশেষে মা, বাবা,শ্বশুর,স্বামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,নাসিরনগর আদালতে সি/আর ৫৫/১৮ মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে নাসিরনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামে। মামলার বিবরণে জানা গেছে,টেকানগর গ্রামের ছলিম মিয়ার মেয়ে শারমিন আক্তার বাদী হয়ে শ্বামী ওয়ারিশ মিয়া (৩০), মা শরিফা বেগম (৪১),বাবা ছলিম মিয়া (৪৮),শ্বশুর তাজুল ইসলাম (৫৫) কে আসামী করে এ মামলা দায়ের করে। বাদিনী মামলায় উল্লেখ করেন শারমিনের পিতা ছলিম মিয়া দীর্ঘদিন যাবৎ ঢাকা থাকেন। কখনো বছরে এক বা দু’বার বাড়ীতে আসেন।
শারমিনের স্বামী ওয়ারিশ মিয়াকে তার মা ধর্মের ভাই ডেকে সম্পর্ক তৈরী করে। প্রায় ৮ বছর যাবৎ শারমিনের শ্বামী ওয়ারিশ মিয়া তাদের বাড়ীতে আসা যাওয়া ও রাত্রি যাপন করে। শারমিন ২০১৭ সালে দাঁতমন্ডল মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াকালীন সময়ে শারমিনকে তার মা তার ধর্ম ভাই ওয়ারিশ মিয়ার সাথে বিবাহ দিতে চাপ প্রয়োগ করে। শারমিন ওয়ারিশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজী নয়। তারপরও জোরপূর্বক কোর্টের মাধ্যমে শারমিনকে ওয়ারিশ মিয়ার সাথে বিবাহ দেয় তার মা।
ওয়ারিশ মিয়া শারমিনকে বিয়ের পর শারমিনকে পাশের রুমে রেখে প্রতিনিয়তই গভীর রাতে তার মা শরিফা বেগমের সাথে ব্যাভিচারে লিপ্ত হয়। গত ২০ আগষ্ট ২০১৭ রাতে শারমিন তার মা ও শ্বামীর এমন অপকর্ম নিজ চোখে দেখে প্রতিবেশী সাক্ষীদের জানায়।
পরবর্তীতে শারমিন ২৮ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে গ্রামবাসীর কাছে তার মা ও শ্বামীর এমন ব্যাভিচারী ঘটনার লিখিত বিচার দাবী করে। ৬ মার্চ ২০১৮এই ঘটনার উপর লিখিত ফতোয়া জারি করা হয়। পরবর্তীতে বিচার না পেয়ে ১১ মার্চ ২০১৮ তারিখে স্বামী সহ ৪ জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি/আর ৫৫/১৮ মামলা দায়ের করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা